প্রধান উপদেষ্টা স্বর্ণপদক দিলেন আগৈলঝাড়ার রাসেল সরদারকে

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৭:০২ পিএম
প্রধান উপদেষ্টা স্বর্ণপদক দিলেন আগৈলঝাড়ার রাসেল সরদারকে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য অধিদপ্তর জাতীয় মৎস্য পদক ২০২৫ স্বর্ণপদক পেলেন যমুনা মৎস্য খামারের স্বত্বাধিকারী মো. রাসেল সরদার। তিনি মাছের গুণগতমানের পোনা উৎপাদন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস। ১৮ আগস্ট সোমবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস এর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন যমুনা মৎস্য খামারের স্বত্বাধিকারী মো. রাসেল সরদার। মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন।

মো. রাসেল সরদার মেহেদী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের আব্দুল গণি সরদারের ছেলে। 

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশীয় মাছের পোনা উৎপাদন ক্যাটাগরিতে যমুনা মৎস্য খামারের স্বত্বাধিকারী পোনা উৎপাদন ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে প্রথমস্থান অধিকার করেন। দেশের মৎস্যে গুরুত্বপূর্ণ অবদানের কারণে তাকে স্বীকৃতিস্বরুপ জাতীয় মৎস্য পদক-২০২৫ তাকে নির্বাচন করা হয়েছে। তাই প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস রাসেল সরদারকে স্বর্ণপদক প্রদান করতে সম্মতিজ্ঞাপন করেছিলেন।

এবিষয়ে মো. রাসেল সরদার জানান, আমি আজ জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ এ দেশসেরা নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা আমার অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করেন আমি গর্বিত। বাংলাদেশ সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস স্যারে হাত থেকে স্বর্ণপদক নিতে পেরে আমি আনন্দিত। আমি ১৭ বছর যাবৎ দেশীয় বিভিন্ন জাতের মাছের পোনা ও মাছের খাবার উৎপাদন করে বাজারজাত করে আসছি। এ পুরস্কার আমাকে আরো মৎস্য চাষে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আরো বেশী করে দেশীয় মাছের পোনা উৎপাদন করে দেশীয় মাছ বৃদ্ধিতে মৎস্যখাতে সরকারকে সহযোগিতা করব। “অভয়াশ্রাম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” সরকারের এই শ্লোগান বাস্তবায়নে আমি আপ্রাণ কাজ করে যাবো। আমি বেকার যুবকদের উদ্দেশ্যে বলবো- লেখাপড়া করে চাকরির পিছনে না ছুটে আমার মতো কাজ করুন। পরিশ্রম কখনো বিফলে যায়না। আসুন আমরা প্রত্যেকে এক একজন উদ্যোক্তা হই। বেকারত্ব দূর করে মানুষের জন্য কর্মসংস্থান গড়ে তুলে দেশে উৎপাদন বাড়াই।

এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন রাসেল সরদার একজন আদর্শ মৎস্য খামারী, তার উৎপাদিত মাছের পোনা এলাকার চাহিদা মিটিয়ে দেশের অন্যত্র সরবরাহ করে আসছে। 

এব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, রাসেল সরদার সফল মৎস্য চাষীর পাশাপাশি মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। তিনি সফল মৎস্যচাষী হিসেবে জেলা ও বিভাগেও পুরস্কৃত হয়েছিলেন, আমার জানামতে স্বাধীনতা পরবর্তী সময়ে তিনিই বরিশাল জেলায় পোনা উৎপাদন ক্যাটাগরিতে একমাত্র প্রথম স্বর্ণপদক গ্রহণকারী। আমি তার সার্বিক সফলতা কামনা করি।

আগৈলঝাড়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক বলেন, রাসেল সরদার একজন সফল উদ্যোক্তা। আজকে তিনি দেশসেরা হওয়াতে আমরা আগৈলঝাড়াবাসী গর্বিত। বিশ্বে বাংলাদেশ মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। রাসেল সাহেব দেশী মাছের মানসম্মত পোনা উৎপাদন করে উপজেলায় সরবরাহ করে দেশের বিভিন্ন জেলাতেও সরবরাহ করে থাকেন। তার দেখাদেখি দেশে এখন অনেক উদ্যোক্তা সৃষ্টি হয়েছে।  আমি তার এই সফলতার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

রাসেল সরদারকে আগৈলঝাড়ায় সংবর্ধনা:-

মাছের গুণগতমানের পোনা উৎপাদন ক্ষেত্রে দেশে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশসেরা জাতীয় মৎস্য স্বর্ণপদক পায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বরিশাল-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনিত প্রার্থী মো.রাসেল সরদারকে ১৯ আগস্ট আগৈলঝাড়ার বারপাইকায় জনগণ সংবর্ধনা দিয়েছে। এরপূর্বে গৌরনদী-আগৈলঝাড়ায়র দুই উপজেলায় একটি শোভাযাত্র অনুষ্ঠিত হয়। এসময় মো.রাসেল সরদার তার অনুভূতিব্যাক্ত করে বলেন, অমার  এই কৃতিত্ব আমার একার না। এই কৃতিত্ব সমগ্র আগৈলঝাড়ারবাসীর। আমি সকাল কাছে দোয়া চাই।

আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন:-

‘অভয়াশ্রাম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ শ্লোগানকে সামনে রেখে সারদেশের ন্যায় ১৮ আগস্ট বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে  উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়ের  আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বকরেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। এসময় উপজেলা তিন জন মৎস্যচাষি মানসম্মত দেশি মাছের রেনূপোনা উৎপাদন করাতে শংকর, সবুজ হোসেন বেপারী ও সফিকুল মিয়াকে পুরস্কার দেওয়াহয়। উপজেলা সমাজ সেবা অফিসার (অদ:) সুশান্ত বালার সঞ্চালনায় সভায় বক্তব্যরাখেন, উপজেলা কৃষি অফিসার পিযূষ রায়, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতিন্দ্রনাথ মিস্ত্রী প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে