বেসরকারি স্কুলে শিক্ষক হওয়ার সুযোগ পেলেন ৪১ হাজারের বেশি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৭:০৭ পিএম
বেসরকারি স্কুলে শিক্ষক হওয়ার সুযোগ পেলেন ৪১ হাজারের বেশি প্রার্থী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে নতুন সুযোগ পাচ্ছেন সাড়ে ৪১ হাজারেরও বেশি প্রার্থী। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) মঙ্গলবার জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজার ৬২৬ জন প্রার্থীকে শিক্ষক নিয়োগে সুপারিশ করা হয়েছে।

প্রার্থীরা সংশ্লিষ্ট স্কুলে যোগ দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করবেন, তবে একইসঙ্গে তাদের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান থাকবে। এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অনুষ্ঠানে অটোমেশনের মাধ্যমে এই ফল প্রকাশ ও নিয়োগ সুপারিশ সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, একসঙ্গে এত বিপুলসংখ্যক নিয়োগ সুপারিশ দেশের কর্মসংস্থানের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত।

বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা এক লাখ ৮২২টি পদে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর ভিত্তিতে গত জুলাইয়ে ৫৭ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। বয়সসীমা ছিল সর্বোচ্চ ৩৫ বছর।

এই প্রক্রিয়ায় আবেদনকারীদের মেধাক্রম, পছন্দক্রম এবং প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনা করে নিয়োগ সুপারিশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট ([www.ntrca.gov.bd](http://www.ntrca.gov.bd)) ও [http://ngi.teletalk.com.bd](http://ngi.teletalk.com.bd) লিংক ব্যবহার করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানরাও নিজেদের ইউজার আইডি দিয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য জানতে পারবেন।

এনটিআরসিএর চেয়ারম্যান বলেন, “এর মাধ্যমে অটোমেশনের সাহায্যে একসঙ্গে ৪১ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এটি দেশের শিক্ষাখাতের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ।”

আপনার জেলার সংবাদ পড়তে