কুয়াকাটায় ২৪ কেজির কোরাল বিক্রি হলো ৩৬ হাজার টাকায়

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৭:০৯ পিএম
কুয়াকাটায় ২৪ কেজির কোরাল বিক্রি হলো ৩৬ হাজার টাকায়

পটুয়াখাীঃবঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

জেলে আলামিন জানান, প্রতিদিনের মতো  মঙ্গলবার ১৯ আগস্ট সকালে সাগরে জাল ফেললে টান দেয়ার সময় তিনি বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। কিছুক্ষণ পর জাল টেনে তুললে ২৪ কেজি ওজনের কোরাল মাছ পাওয়া যায়।

পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মৎস্য বাজারের গাজী ফিসে আনা হয়। সেখানে মৎস্য ব্যবসায়ী মো. বশির গাজী মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার টাকায় কিনে নেন।


মৎস্য ব্যবসায়ী বশির গাজী জানান, তিনি মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ক্রয় করেছেন। ইতোমধ্যে মাছটি ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় ১ হাজার ৭০০ টাকা কেজি দরে বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

উল্লেখ, এর আগে গত ১৫ আগস্ট কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকায় একই জেলে আলামিন ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ পেয়েছিলেন, যা একই মাছবাজারে ৩৪ হাজার টাকায় বিক্রি হয়।

আপনার জেলার সংবাদ পড়তে