চীন সরকারের আমন্ত্রণে ২০ আগস্ট হতে ০২ সেপ্টেম্বর-২০২৫ পর্যন্ত “সেমিনার অন ফ্রুটস এন্ড ভেজিটেবল প্রোডাকশন এন্ড প্রসেসিং টেকনোলজি” এর ওপর সেমিনারে অংশগ্রহণের জন্য চীন গেলেন দিনাজপুরের বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম।
বাংলাদেশ হতে ৩০ (ত্রিশ) জন সদস্য আমন্ত্রণ পেয়েছেন এর মধ্যে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর হতে আমন্ত্রিত ০৪ (চার) জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ হতে মনোনয়ন প্রদান করা হয়েছে। গত ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে তারিখে পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ১৯৮ নম্বর স্মারকে এই সরকারি আদেশ জারি করা হয়।
কৃষির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রশিক্ষণের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাত-করণের ওপর বিশেষ নজর দেওয়া হবে এই সেমিনারে। আগামী দিনের বাণিজ্যিক কৃষিকে বেগবান করার লক্ষ্যে চীন সরকার ও বাংলাদেশ সরকার এই আয়োজন করেছেন। চীনের কৃষির ভ্যালু চেইন, কৃষির অভূতপূর্ব উন্নয়ন, উদ্ভিদের রোগ, পোকা, আগামী দিনের চ্যালেঞ্জ কৃষিতে আইসিটির ব্যবহার এর সাথে চীনের অন্যান্য প্রদেশের কৃষির যোগসূত্রও এই সেমিনারে গুরুত্বপাবে।