রংপুরের পীরগঞ্জে বলপুর্বক জমি দখলের চেষ্টা ও জীবননাশের হুমকির ঘটনায় পীরগঞ্জ থানায় সাধারন ডাইরি । গত ১৭ আগষ্ট এ ঘটনায় সাধারন ডাইরি করেন উপজেলার পলাশবাড়ী গ্রামের গোলাম মারুফ। অভিযোগে জানা গেছে,পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের গোলাম মর্তুজা চৌধুরীর পুত্র গোলাম মারুফ চৌধুরীর সঙ্গে মিঠাপুকুর উপজেলার জানকিপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র রাজিব মিয়ার লোকজনের বেশ কিছু দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে শহিদুল ইসলামের লোকজন গোলাম মারুফ চৌধুরীর দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি জোর পুর্বক দখলের চেষ্টা অব্যহত রেখেছে এছাড়া গোলাম মারুফ এর পরিবারের লোকজনকে গালিগালাজসহ জীবন নাশের হুমকী দিয়ে আসছে। গত ১৬ আগষ্ট রাতে পূর্ব শত্রুতার কারণে শহিদুলের লোকজন গোলাম মারুফ এর বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় গোলাম মারুফ এর পরিবারের লোকজন নিষেধ করলে শহিদুলের লোকজন জীবননাশের হুমকী দিয়ে প্রস্থান করে। এ পরিস্থিতিতে ভীতসন্ত্রস্থ পরিবারের পক্ষে গোলাম মারুফ তার পরিবারের লোকজনের জীবনের নিরাপত্তা চেয়ে পর দিন ১৭ আগষ্ট ৮ জনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় সাধারন ডাইরি করেন । যার নং-১১৩৯ । তিনি এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পীরগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।