কমিশনারের গোপন বার্তা ফাঁস: কনস্টেবল অমি দাস তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৭:২০ পিএম
কমিশনারের গোপন বার্তা ফাঁস: কনস্টেবল অমি দাস তিন দিনের রিমান্ডে

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়াকিটকির একটি গোপন নির্দেশনা ফাঁসের ঘটনায় পুলিশ কনস্টেবল অমি দাসকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

অমি দাস সিএমপির টেলিকম শাখায় কর্মরত ছিলেন এবং বর্তমানে প্রেষণে খুলশী থানায় দায়িত্ব পালন করছিলেন। গত রোববার (১৭ আগস্ট) রাতে তাকে খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন, ১৯২৩ (অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট) ও সাইবার নিরাপত্তা অধ্যাদেশে মামলা দায়ের করা হয়।

ঘটনার পটভূমিতে জানা যায়, ১১ আগস্ট রাতে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন। এর পরদিন ১২ আগস্ট রাতে কমিশনার মাঠে থাকা কর্মকর্তাদের ওয়াকিটকিতে নির্দেশ দেন। সেখানে তিনি অস্ত্রধারী বা ধারালো অস্ত্রসহ কাউকে দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেন।

এই নির্দেশনার অডিও রেকর্ড করে কনস্টেবল অমি দাস তা সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে বার্তাটি ফাঁস হওয়ার ঘটনায় তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ মেলে।

সিএমপি কমিশনার হাসিব আজিজ ঘটনার পরপরই অমি দাসকে সাময়িক বরখাস্ত করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম জানান, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করে গোপন বার্তা বাইরে ছড়িয়ে দেওয়াটা গুরুতর অপরাধ। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে