কানাডায় প্রবাসীদের ভোটার কার্যক্রম উদ্বোধনে যাচ্ছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৭:৩২ পিএম
কানাডায় প্রবাসীদের ভোটার কার্যক্রম উদ্বোধনে যাচ্ছেন সিইসি

প্রবাসীদের ভোটার তালিকাভুক্তি কার্যক্রম জোরদার করতে আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) কানাডায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ১৪ দিনের এ সফরে তিনি দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলমের সই করা অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, সিইসি ২৬ আগস্ট কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন। সফরে তার সঙ্গে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার উদ্যোগে এরই মধ্যে নয়টি দেশের ১৬টি স্টেশনে কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা অন্তর্ভুক্ত। এসব দেশ থেকে ইতিমধ্যে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে।

এদিকে ইসি সচিব আখতার আহমেদ রোববার (১৭ আগস্ট) জাপানে পৌঁছেছেন। তিনি সেখানেও ভোটার কার্যক্রম পরিদর্শন করবেন এবং ২৩ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

বিদেশে বসবাসরত নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমকে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এ ধরনের সফর ও তদারকি কার্যক্রমকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে