গোমস্তাপুরে অর্ধগলিত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৮:১৪ পিএম
গোমস্তাপুরে অর্ধগলিত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেসমিন বেগম (৪৭) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সীমান্তঘেঁষা চুড়লইবিল এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্রথমে ওই নারীরকে স্থানীয়রা কেউ শনাক্ত পারে নি। পরে পুলিশ ওই নারীর পরিচয় বের করেন। তিনি ওই ইউনিয়নের শিশাটোলা গ্রামের মজিবুর রহমানের মেয়ে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। তবে পুলিশ ধারনা করছে ধারালো অস্ত্র দিয়ে কেউ ওই নারীকে গলা কেটে হত্যা করে ফেলে রেখেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় স্থানীয়লোকজন ওই আমবাগনে এসে দেখতে পান একটা মরদেহ পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওইস্থান এসে অজ্ঞাতনামা হিসেবে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ওই এলাকার বাসিন্দারা তাৎক্ষনিক তার পরিচয় নিশ্চিত হতে পারেন নি। তবে ওই নারী শাড়ি ও ব্লাউজ পড়ে ছিল। সেখানে একটি চাবির গোছা ও শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। 

বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগম ওই পরিবারের বরাত দিয়ে তিনি জানান রোববার জেসমিন বাড়ি থেকে বের হন। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসে নাই।  

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, মরদেহটি সম্পূর্ণ গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দু’দিন আগে ওই নারীকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কে বা কারা এবং কেন ওই নারীকে খুন করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে ওসি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে