কচুয়ায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত। প্রতি প্রতিষ্ঠানে ১ হাজার টাকা করে ৪ প্রতিষ্ঠানে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে ১টায় কচুয়া বাজারের খাদ্য পন্যের দোকানে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালীত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা কালে দেখা যায় যে, সেভেনস্টার হোটেল এন্ড গাজী মিষ্টান্ন ভান্ডর, প্রো: মো: মোস্তফা গাজী, কাজী মিষ্টান্ন ভান্ডার : প্রো : কাজী আরিফ, আগমন হোটেল এন্ড রেস্টুরেন্ট, ম্যানেজার: রেজা সাথী, শ্রীগুরু সুইটস, প্রো: শ্রীবাস কুন্ডুকে পণ্য সামগ্রী মোড়কীকরণের নিবন্ধন সনদ ব্যতীত মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য যেমন: দই,রসগোল্লা,চমচম, সন্দেশ মোড়কীকরণ করে বিক্রি করছে। প্রতিষ্ঠান গুলোয় মোড়কীকরণের নিবন্ধন সনদ না থাকায় তাদের প্রত্যেককে ১০০০/- টাকা করে সর্বমোট ৪০০০/- টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, জনস্বার্থে এই মোবাইল কোর্ট পরিচালিত করেছি । জনস্বার্থে আগামীতেও এ মোবাইল কোর্ট পরিচালনা আব্যহত থাকবে।