বলিউডের আলোচিত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ধূম সিরিজের চতুর্থ কিস্তি নিয়ে ফের তুমুল আলোচনা শুরু হয়েছে। এবার শোনা যাচ্ছে, তেলেগু সুপারস্টার রাম চরণকে ধূম ৪-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। সূত্র জানিয়েছে, য়াশ রাজ ফিল্মসের পক্ষ থেকে তাকে ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে এবং পরিচালনার দায়িত্বে থাকছেন আয়ান মুখার্জি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর।
যদিও রাম চরণের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে খবরটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি সংশয়ও দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, অতীতের মতো বড় বাজেটের ছবিতে দক্ষিণের তারকাদের সীমিত পর্দা সময় দেওয়া হতে পারে। উদাহরণ হিসেবে অনেকে তুলে ধরছেন জুনিয়র এনটিআরের ওয়ার ২ ছবির অভিজ্ঞতা।
এরই মধ্যে রাম চরণের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি তুলেছেন, যদি তিনি সত্যিই ধূম ৪-এ যোগ দেন, তবে তার চরিত্র যেন যথাযথ গুরুত্ব পায়। কারণ আন্তর্জাতিক পরিসরে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে রাম চরণের দক্ষতা ও তারকাখ্যাতি নতুন মাত্রা পেতে পারে।
পেশাগতভাবে রাম চরণ বর্তমানে পুরো মনোযোগ দিচ্ছেন বুচি বাবু সানার পরিচালনায় তৈরি হওয়া পেড্ডি ছবিতে। গ্রামীণ পটভূমির এই অ্যাকশন নাটকটি মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের গ্রীষ্মে। এর আগে ধূম ৪ নিয়ে কোনো সিদ্ধান্ত হলেও তার বড়পর্দার ভক্তরা ইতিমধ্যেই পেড্ডি নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছেন।
বলিউডে দক্ষিণী তারকাদের উপস্থিতি এখন বড় প্রযোজনা সংস্থার জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। তাই রাম চরণের ধূম ৪-এ নাম আসা শুধু ভক্তদের উত্তেজনাই নয়, বরং বাণিজ্যিকভাবেও হতে পারে বড় চমক।