দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি তার অভিনয়জীবনের এক নতুন মাইলফলকে পা রাখছেন। তিনি নিশ্চিত করেছেন তার শততম চলচ্চিত্রের ঘোষণা, যার অস্থায়ী শিরোনাম রাখা হয়েছে কিং১০০। ছবিটি পরিচালনা করবেন তামিল নির্মাতা রা কার্থিক এবং এতে থাকছে পারিবারিক আবেগের গল্পের সঙ্গে উচ্চ-অ্যাকশনের রোমাঞ্চকর সমন্বয়।
নাগার্জুনা এর আগে কুলি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে নজর কেড়েছিলেন। আবার কুবেরা ছবিতেও দেখা গিয়েছিল তাকে সহনায়ক ভূমিকায়। তবে এবার নিজেই জানালেন, কিং১০০-তে তিনি থাকবেন কেন্দ্রীয় নায়কের আসনে। তেলেগু টেলিভিশনের জনপ্রিয় শো জয়ম্মু নিশ্চয়ম্মু রা-এ অংশ নিয়ে অভিনেতা জানান, গত ছয় থেকে সাত মাস ধরে নতুন এই প্রজেক্ট নিয়ে প্রস্তুতি চলছে এবং এটি হবে তার ক্যারিয়ারের বিশেষ অধ্যায়।
ভক্তদের জন্যও এই ঘোষণা এক আনন্দঘন মুহূর্ত হয়ে এসেছে। শততম চলচ্চিত্র হিসেবে কিং১০০ নিয়ে তাদের প্রত্যাশা অনেক বেশি। তারা আশা করছেন, নাগার্জুনা তার দীর্ঘ অভিজ্ঞতা ও প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে পারিবারিক নাটক, হৃদয়ছোঁয়া আবেগ, উত্তেজনাপূর্ণ অ্যাকশন এবং তার স্বকীয় উপস্থিতি একসঙ্গে বড়পর্দায় উপহার দেবেন।
নাগার্জুনা দীর্ঘদিন ধরে দক্ষিণী চলচ্চিত্রে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। খলনায়ক থেকে রোমান্টিক হিরো কিংবা সহনায়ক থেকে নায়ক—সব ধরনের চরিত্রেই তিনি তার অভিনয়প্রতিভা প্রমাণ করেছেন। এবার কিং১০০ তাকে নতুনভাবে আলোচনায় নিয়ে আসবে বলে ধারণা করছেন সমালোচকরা।