ছদ্মবেশে শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা যুবকের, অতঃপর...

এফএনএস | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০২:১০ পিএম
ছদ্মবেশে শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা যুবকের, অতঃপর...

মুম্বাই সফরের তালিকায় অনেক ভক্তের কাছে শাহরুখ খানের বাড়ি মান্নাত যেন এক অবিচ্ছেদ্য গন্তব্য। প্রতিদিন অসংখ্য মানুষ কিং খানের এ আলীশান বাড়িটি এক ঝলক দেখার আশায় ভিড় করেন। তবে সাম্প্রতিক সময়ে এক তরুণ ভক্ত শুধু বাইরে থেকে দেখায় সন্তুষ্ট থাকতে চাননি, বরং অভিনব কৌশল অবলম্বন করে সরাসরি ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন। ঘটনাটি ঘটান শুভম প্রজাপত নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত।

শুভম ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে জানান, সাধারণ ভক্ত হিসেবে মান্নাতের গেট পেরোনো অসম্ভব বুঝে তিনি এক অভিনব পরিকল্পনা করেন। নিজের জন্য এবং শাহরুখ খানের জন্য দুটি কোল্ড কফি জোম্যাটো থেকে অর্ডার করে মান্নাতের ঠিকানাই দেন। কিছুক্ষণ পর আসল ডেলিভারি বয় আসলে তাকে রাজি করিয়ে ডেলিভারি ব্যাগ নিয়ে নেন শুভম। এরপর আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাগ কাঁধে ঝুলিয়ে এগিয়ে যান মান্নাতের মূল ফটকের দিকে, যেন তিনি সত্যিই কফি ডেলিভারি দিতে এসেছেন।

প্রথম গেটের প্রহরীরা বিষয়টি বুঝতে পেরে তাকে পেছনের দরজা দিয়ে প্রবেশ করতে বলেন। শুভম আশান্বিত হয়ে সেখানে ছুটলেও শেষ পর্যন্ত পরিকল্পনা সফল হয়নি। পেছনের গেটের নিরাপত্তাকর্মীরা যাচাইয়ের জন্য যিনি অর্ডার দিয়েছেন তাকে ফোন করলে কোনো উত্তর মেলে না। তখনই পুরো কৌশল ফাঁস হয়ে যায়। প্রহরীদের অভিজ্ঞ চোখে সহজেই ধরা পড়ে এই নাটকীয় কাণ্ড।

ঘটনাটি রসিকতার ছলে শেষ হলেও ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শাহরুখের ভক্তদের মধ্যে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে মজার কাণ্ড হিসেবে দেখলেও, অনেকেই নিরাপত্তাজনিত ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

শাহরুখ খান বর্তমানে মান্নাতের সংস্কার কাজ চলায় বান্দ্রা ছেড়ে মুম্বাইয়ের পালি হিলে অবস্থান করছেন। তবুও কিং খানের ভক্তরা মান্নাতের প্রতি টান সামলাতে পারেননি, আর শুভম প্রজাপতের এই ঘটনাই তার প্রমাণ।