বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় চিতলমারী উপজেলা শাখার শিক্ষক সমিতি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সমিতির নিজস্ব কার্যালয়ে উক্ত সমিতির প্রধান উপদেষ্টা মুকুল কিশোর মজুমদার এক পরিচিতি সভায় স্থানীয় সাংবাদিকদের এ তথ্য প্রদান করেন।
৩১সদস্য বিশিষ্ট শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা হলেন মুকুল কিশোর মজুমদার, সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইব্রাহিম ফকির, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মোজাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আরিফুজ্জামান প্লাবণ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মহিতুল ইসলামকে নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট এই শিক্ষক সমিতি গঠন করা হয়।