সাতক্ষীরায় এক সপ্তাহে ৭০ লাখ টাকার চোরাচালান পণ্য ও অবৈধ ঔষধ জব্দ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৩:৪৫ পিএম
সাতক্ষীরায় এক সপ্তাহে ৭০ লাখ টাকার চোরাচালান পণ্য ও অবৈধ ঔষধ জব্দ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান ও অবৈধ ঔষধের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালিত অভিযানে প্রায় ৭০ লাখ ৯২ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল, ভারতীয় মদ, মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।

একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯টি ফার্মেসিকে জরিমানা ও ধ্বংস করা হয়েছে ক্ষতিকর ঔষধ। এসব অভিযানে বিজিবির সঙ্গে সমন্বয় করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বিজিবি জানায়, ১৪ আগস্ট তালা বাজারে যৌথ অভিযানে সাতটি ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দপূর্বক তা ধ্বংস করে।

১৫ আগস্ট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ ও অন্যান্য চোরাচালানী পণ্যসহ মোট ৭ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করে বিজিবি।

১৬ আগস্ট ১০ বোতল ভারতীয় মদ ও ৫২টি ভারতীয় মোবাইল ফোনসহ ২৫ লক্ষ ৫১হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করে বিজিবি সদস্যরা।১৭ আগস্ট প্রায় ১০ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।

১৮ আগস্ট সদর উপজেলার কাথন্ডা বাজারে দুটি ফার্মেসিকে ৫০হাজার টাকা জরিমানা এবং একই দিনে আরও একটি অভিযানে ৯ লক্ষ ৯০হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি। ১৯ আগস্ট ৩০ বোতল ভারতীয় মদসহ শাড়ি ও কম্বল মিলিয়ে মোট ৮ লক্ষ ৪ হাজার ৭০০ টাকা মূল্যের পণ্য উদ্ধার করে ।

২০ আগস্ট ৯ বোতল ফেনসিডিল ও ৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ ১০ লক্ষ ১৪ হাজার ১০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবির এই ধারাবাহিক অভিযানে সীমান্ত অঞ্চলের চোরাকারবারীদের নেটওয়ার্কে বড় ধরনের আঘাত হানা সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চোরাচালান রোধের মাধ্যমে জাতীয় রাজস্ব হ্রাস ঠেকানো ও দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিজিবি। স্থানীয় বাসিন্দারা বিজিবির এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক  লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস্-এ জমা করা হয়। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে