সিলেট থেকে জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “সিলেটের সর্বস্তরের ভূমির মালিক”ব্যানারে আয়োজিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ পীর হাবিবুর রহমান। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লেজাউল হাসান কয়েস লোদী এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বিএনপি, জামায়াতে ইসলামী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ ভূমি মালিকরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, ২০১২ সালে প্রেস স্থাপনের পর থেকে সিলেটসহ চার জেলার ভূমি মালিকরা দ্রুত খতিয়ান সংগ্রহের সুযোগ পাচ্ছেন। এতে প্রবাসী ও সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। এখনো সিলেট সদরসহ প্রায় ৫০টি মৌজার কাজ অসম্পূর্ণ থাকা সত্ত্বেও প্রেস ঢাকা নেওয়ার উদ্যোগ জনস্বার্থবিরোধী। লেজাউল হাসান কয়েস লোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাত দিনের মধ্যে এ সিদ্ধান্ত বাতিল না হলে অফিস ঘেরাও করা হবে।”
এমদাদ হোসেন চৌধুরী বলেন, “প্রবাসীরা স্বল্প সময়ের জন্য দেশে আসেন। প্রেস ঢাকা সরালে কাগজপত্র পেতে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হবে।”
সভাপতি পীর হাবিবুর রহমান বলেন, “প্রায় শেষ পর্যায়ে এসে প্রেস সরানো সিলেটবাসীর সঙ্গে অবিচার।” মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনারের কাছে দাবিনামা সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।