প্রতিপক্ষের লোকজনের দায়ের করা একের পর এক মামলাকে মিথ্যে দাবি করে সঠিক তদন্তের মাধ্যমে মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা। বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে বরিশালের গৌরনদী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন আজাদ বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে তিনি সৌদি আরবে অবস্থানকালে উপার্জিত অর্থ দিয়ে নিজ এলাকা সরিকলের সাকোকাঠী এলাকায় তারা বাবা ও মায়ের নামে হালিমা-মান্নান মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। হাসপাতাল থেকে স্থানীয় দরিদ্ররা বিনা খরচে চিকিৎসা সেবা পাচ্ছেন। এছাড়াও তিনি নিয়মিত এলাকার দরিদ্র ও অসহায় পরিবারকে সাধ্যমতো সহযোগিতা করে আসছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে শামছুল আলম মোল্লা ও তার সহযোগিরা বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে আসছে। তারই ধারাবাহিকতায় চলতি মাসে তিনি দেশে আসার পরেও দুইটি মিথ্যে চাঁদাবাজি মামলাসহ হয়রানীর উদ্দেশ্যে স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে বিপ্লব হোসেন আজাদ এসব মামলাকে মিথ্যে ও ভিত্তিহীন উল্লেখ করে সঠিক তদন্তের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেন। পাশাপাশি হয়রানীর উদ্দেশ্যে দায়ের করা মামলার বাদিকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ মানহানির মামলা দায়ের করা হবে বলেও উল্লেখ করেন।