কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৫:২৮ পিএম
কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে।

২০ আগস্ট বুধবার দুপুর ১২ টায় কাউখালী উত্তর বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সোনালী ব্যাংক চত্বরে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচএম  দ্বীন মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলার আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া। 

কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার।

পরে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে হাসপাতাল প্রাঙ্গণে ও বিভিন্ন সড়কের পাশে কয়েক শতাধিক কৃষ্ণচূড়া, নিম লেবু ও পেয়ারা বৃক্ষরোপন করেন।

কর্মসূচিতে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পাঁচটি ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে