ফিকরুল উম্মাহ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি গঠন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৫:৩৫ পিএম
ফিকরুল উম্মাহ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি গঠন

শেরপুর জেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে ছোট পরিসরে বিগত ২০২১ সালে যাত্রা শুরু করেছিল ফিকরুল উম্মাহ বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দিন দিন বিস্তার লাভ করে এর কার্যক্রম এখন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। সংগঠনটি দাওয়াহ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে পড়ায় ফিকরুল উম্মাহ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে অনলাইন প্লাটফর্মে পরামর্শ সবার মাধ্যমে সাত সদস্য বিশিষ্ট এইকেন্দ্রীয় কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বর্তমানে চট্রগ্রামের হাটহাজারী রেল স্টেশন সংলগ্ন সাব্বির ম্যানশনের নিচতলা থেকে ফিকরুল উম্মাহ বাংলাদেশ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া শেরপুর জেলা সদরের গৌরিপুর এলাকায় তাদের কার্যালয় রয়েছে।

সুত্র জানায়, ইসলামের সঠিক বাণী প্রচার ও মানবিক সহায়তার লক্ষ্য নিয়ে ২০২১ সালে শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে এক ক্রান্তিকাল মুহূর্তে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই ফিকরুল উম্মাহ বাংলাদেশ দাওয়াহ, শিক্ষা, সমাজসেবা এবং শরণার্থী শিবিরে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে আলোচিত হয়ে ওঠে। বর্তমানে সংগঠনটির কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, নবগঠিত কেন্দ্রীয় কমিটি মুসলিম ও অমুসলিম উভয়ের কল্যাণে দাওয়াহ্, শিক্ষা ও সেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে। সাত সদস্য বিশিষ্ট এই কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে রয়েছেন  নির্বাহী পরিচালক পদে দাঈ মাওলানা সাকিব আল হাসান সাইফী,সহকারি নির্বাহী পরিচালক পদে আরিয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আশফাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা মুস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক পদে মুফতি আব্দুল্লাহ সাকিব, দাওয়াহ ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মুফতি আনিসুল রহমান হাসান এবং সমাজ ও সেবা বিষয়ক সম্পাদক পদে শেখ শরীফ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক দাঈ মাওলানা সাকিব আল হাসান সাইফী বলেন, “আমরা চাই ইসলামের দাওয়াহ ও মানবিক সেবার মাধ্যমে প্রতিটি অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনতে। আমাদের লক্ষ্য কেবল মুসলিম উম্মাহ নয়। বরং অমুসলিমদের প্রতিও কল্যাণ পৌঁছে দেওয়া। এই দায়িত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পালন করতে চাই।”

আপনার জেলার সংবাদ পড়তে