ভালুকায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৫:৪৯ পিএম
ভালুকায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

ভালুকায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ভালুকা উপজেলা পরিষদ হল রুমে ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক আ.ন.ম নাজিম উদ্দীন। তিন দৈনন্দিন জীবনে মানসম্মত খাবারের প্রতি গুরুত্বপুর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি বেজাল মুক্ত খাবার খেতে মানুষকে সচেতনতা বৃদ্দির আহবান করেন এবং যেসব ব্যাক্তি বা প্রতিষ্ঠান খাবারে বেজাল মিশায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা স্যানেটারী ইনস্পেকটর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শামসুল ইসলাম রমিজসহ আরো অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে