নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষার অধিকার সমুন্নত করার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার দিনব্যাপি উপজেলা পরিষদ হলরুমে আদিবাসী দিবস ২০২৫ পালন উপলক্ষ্যে এসব কর্মসুচির আয়োজন করে পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মাজহারুল ইসলাম। পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান আজিজুল হক, থানার উপ-পরিদর্শক বখতিয়ার হোসেন, সাবেক সেনা সার্জেন্ট মহসিন আলম, বিশিষ্ট সমাজ সেবক সাইদুর রহমান, রুহুল আমিন, আদিবাসী নেতা কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সভাপতি পরিতোষ ওরাওঁ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমূখ।