সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে চার স্তরের একাডেমিক পদসোপান চেয়ে পিরোজপুরে মানববন্ধন করেছে শিক্ষকরা। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের টাউনক্লাব চত্বরের স্বাধীনতা মঞ্চের সামনে মানববন্ধনের আয়োজন করে পিরোজপুরের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ইমাদুল হক, সিনিয়র শিক্ষক মনি মোহন হালদার, সিনিয়র শিক্ষক রিতা রানী বল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিমুল মল্লিক । মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি পদে নবম গ্রেড কেবলমাত্র আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। সরকারি মাধ্যমিক শিক্ষক পদটি চরম বৈষম্যের শিকার। শিক্ষকরা বলেন, এ বৈষম্য নিররসনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটিকে গেজেটেড মর্যাদা অর্থাৎ এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন করতে হবে।