কুড়িগ্রামের চিলমারীতে জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজার ভিটা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে গ্রাফিতি, চিত্রাঙ্গন ও কুইজ প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল বুধবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ ড. মোঃ মিনহাজুল ইসলাম-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস আলী, আরবি প্রভাষক জিয়াউর রহমান, আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তারা হলেন, মোঃ লাবিব হোসেন, মোঃ মঞ্জুরুল হক, মোঃ আইয়ুব আলী ও মোছাঃ সালমা খাতুন। অপর দিকে ২০২৫ইং সালে দাখিল পরীক্ষায় রাজার ভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সংবর্ধণা প্রদান করা হয়। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মোঃ মুঈন আহম্মেদ, মোঃ আব্দুল্লা আল মোসাদ্দিক ও মোঃ আবু সাইদ।