পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গৌরব ঐতিহ্য সংগ্রাম’ শীর্ষক এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টায় বাউফলের কালাইয়া বাজার কলেজ রোডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে দোয়া করা হয়।
বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এস.এম. আসিফুর রহমান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহামুদ মঞ্জু, কালাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মাতুব্বর, বাউফল উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার মাহমুদ, বিএনপির বাউফল উপজেলা সদস্য কামাল হোসেন ফিরোজ, বাউফল পৌর বিএনপির দপ্তর সম্পাদক শহিদ, বাউফল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক হিরন জমাদ্দার, এবং বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আলী রিপন প্রমূখ।