নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ধামইরহাট উপজেলা শাখার আংশিক কমিটির প্রকাশ করা হয়েছে। গত ১৯ আগস্ট ঘোষিত কমিটিতে মো. জাহিদ হাসান হৃদয়কে সভাপতি, মেহেদী হাসানকে সম্পাদক ও নুরনবিকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে ২৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান ও সাধারণ সম্পাদক সোহেল রানা আবির।
আগামী ১ বছর মেয়াদী এই কমিটিতে সহ-সভাপতি পদে আতাউল্লাহ হামিদী, মো. মিনহাজ যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম, মুজাহিদ হোসেন, সহ-সাংগঠনিক পদে শান্ত হোসেন, শোহানুর, অর্থ সম্পাদক পদে মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক পদে আহসান হাবীব অন্তর ও আইন সম্পাদক পদে রয়েছেন সুজন ইসলাম ফাহিদ প্রমুখ। নব-নির্বাচিত দায়িত্বপ্রাপ্ত এই কমিটির অচিরেই পূনাঙ্গ কমিটি উপহার দিয়ে ধামইরহাটে ছাত্র অধিকার পরিষদের ভিত্তি মজবুত করবেন বলে আশাব্যক্ত করেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ও নওগাঁ-২ আসনে এমপি পদপ্রার্থী আবু রাহাদ চৌধুরী।