মোল্লাহাটে ১২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৬:৫০ পিএম
মোল্লাহাটে ১২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

বাগেরহাটের মোল্লাহাটে ১২৫ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট থানা সংলগ্ন মা ফ্লিং স্টেশনের সামনে থেকে মাদক সরবরাহের সময় তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মৃত মোহাম্মাদ আলী শেখের ছেলে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত শহিদুল গোপালগঞ্জের কাশিয়ানি থানার রাতইল গ্রামের মৃত মোহাম্মাদ আলী শেখের ছেলে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারা, সারণি ১০(ক)-এ থানায় মামলা (নং-০৬) দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে