চাটমোহরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৭:১৭ পিএম
চাটমোহরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সভা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর উপজেলা ও পৌর শাখার দায়িত্বশীল সভা গত মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠণের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। চাটমোহর পৌর শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠণের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সভাপতি ও চাটমোহর পৌরসভার মেয়র প্রার্থী মোঃ শহীদুল্লাহ মাস্টার। সভায় বক্তারা সংগঠণকে শক্তিশালী করার উপর জোর দেন এবং বলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের ও সামাজিক কাজের জন্য ভূমিকা রাখবে। আগামীতে চাটমোহর পৌরসভার নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ শহীদুল্লাহ মাস্টারকে জেতানোর জন্য সকলকে এক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে