বরগুনায় কিশোর গ্যাং এর ৭ সদস্য গ্রেফতার

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৭:২৫ পিএম
বরগুনায় কিশোর গ্যাং এর ৭ সদস্য গ্রেফতার

বরগুনায় কিশোর অপরাধ বেড়েই চলেছে। সম্প্রতি একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরে থানায় দুটি মামলা হয়েছে। সেই মামলায় প্রধান আসামী তাজবীদ আবেদীন-সহ মোট ৭জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তাওহীদুল ইসলাম তোফা নামে এক কলেজ শিক্ষার্থীকে হত্যার উদেশ্যো অপহরন করে গোপন যায়গায় নিয়ে মারধর ও মাটিতে থুথু ফেলে তা চাটতে বাধ্য করার তিন মিনিট ছয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং এবিষয়ে তোফা বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি মামলা করে। এরপর থেকে পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে বরগুনা গ্রীন রোডের একটি বাসা থেকে তাজবীদ আবেদীন কে গ্রেফতার করে এবং অন্য আরেক স্থানে থেকে হৃদয় রায় কে গ্রেফতার করে। কিশোর অপরাধ বিষয়ে অপর আরেকটি মামলায় মোট ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের  বুধবার বরগুনা আদালতে সোপর্দ করেছে। 

 এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন বলেন, মাদকের প্রভাব ও পারিবারিক শিক্ষার অভাবে বরগুনায় কিশোর অপরাধ রেড়ে গেছে। এই সংক্রান্ত থানায় মামলা এজাহার হয়েছে, আমরা প্রধান আসামী-সহ ৭জন অপরাধীকে আদালতে সোপর্দ করেছি। অপর আসামীদের গ্রেফতারের বিষয়ে অভিযান চলমান রয়েছে। দুটি মামলায় মোট ২১ জন আসামী রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে