বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগষ্ট) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঠমহালে বিএনপি অফিসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল আলম পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম রিপন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন ভূঁইয়া ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালিকুজ্জামান রবিনের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ. ছাত্তার, আতিকুর রহমান মাসুদ, মাহমুদুজ্জামান রিপন, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান খান সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহীন আলম জনি প্রমুখ। এ সময় খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেয়।