বাংলাদেশী নাগরিক (শ্রমিক) কাজের জন্য ভারতে গিয়ে গত মঙ্গলবার (১৯ আগস্ট) ফেরত আসার সময় ভারতীয় বিএসএফ কর্তৃক আটক হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে হস্তান্তর করে বিএসএফ। একইদিন সন্ধ্যায় আটককৃত শুদেব রায় (২৪)কে বিরল থানায় হস্তান্তর করেছে বিজিবি।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি ও বিরল থানা জানায়, গত ১৯ আগস্ট-২০২৫ খ্রি. (মঙ্গলবার) দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন ডুংডুংগি বিওপি’র নায়েব সুবেদার মোঃ শাহাদত হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় টহলদল দুপুর ১টায় জানতে পারেন ভারতীয় বিএসএফ কর্তৃক ০১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। সে দিনমজুর এর কাজে ভারতে যায়। আটককৃত শুদেব রায় (২৪) উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের শহরগ্রামের বাবুরবাজার এলাকার পবিত্র রায় ও সাধনা রানী’র ছেলে।
শুদেব রায় বাংলাদেশে ফেরত আসার সময় (সীমান্ত কাঁটা তারের উপর দিয়ে পার হওয়ার সময় কাঁটাতার থেকে পরে গিয়ে) ভারতীয় বিএসএফ কর্তৃক আটক হয়। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে একইদিন বিকাল আনুমানিক ৪টা ৪০ মিনিটে উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের হরিনাথপুর নামক স্থানে সীমান্ত মেইন পিলার ৩২৫/৪ এস এর নিকট আসামী শুদেব রায়কে ঘটনাস্থলেই ভারতীয় বিএসএফ এর নিকট হতে বিজিবি সদস্যগণ গ্রহণ করেন।
ধৃত আসামি শুদেব রায়’কে জিজ্ঞাসাবাদে নাম ঠিকানা প্রকাশ করেন এবং বিনা পাসপোর্ট বা ভ্রমণ দলিল ব্যতীত বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশ করার কথা স্বীকার করেন। নায়েব সুবেদার শাহাদাত হোসেন এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে হস্তান্তরিত বর্ণিত বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ১৯ আগস্ট-২০২৫ তারিখে বিরল থানার মামলা নং- ১২ ধারা ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১১(১)(ক) রুজু করা হয়।