ইপিজেডে ট্রাকচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

এফএনএস (রুপম ভট্টাচার্য; চট্টগ্রাম) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৮:১২ পিএম
ইপিজেডে ট্রাকচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

‘পাঠাও’ মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন জায়েদা আক্তার (২৫) নামের এক পোশাক শ্রমিক। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিভার্সেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত জায়েদা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি ইপিজেড এলাকার টেকনিক্যাল অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বর্তমানে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, যানজটের মধ্যে মোটরসাইকেলটি দুই গাড়ির মাঝে চাপা পড়ে যায়। এ সময় পিছনের সিটে থাকা জায়েদা ছিটকে পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে পিষ্ট করে। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে