উখিয়ায় ট্রান্সফরমিং লাইভস্ থ্রো নিউট্রিশন প্রলল্পের অগ্রগতি ও অবহিতকরণ সভা

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৮:২৩ পিএম
উখিয়ায় ট্রান্সফরমিং লাইভস্ থ্রো নিউট্রিশন প্রলল্পের অগ্রগতি ও অবহিতকরণ সভা

কক্সবাজারের উখিয়ায় আইডিই বাংলাদেশ এর ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশন প্রজেক্ট এর অগ্রগতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মৌসুমি পাল, উপজেলা কৃষি অফিসার- কামনাশিষ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা-নাজমুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সায়েদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: বদরুল আলম, আইডিই এর ফিল্ড টিম লিডার জ্যোতির্ময় মজুমদার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ আনোয়ার হোছাইন, মার্কেট ফ্যাসিলিটেটর সুব্রত বড়ুয়াসহ আরো অনেকে।

এসময় বক্তারা আইডিই বাংলাদেশ এর ট্রান্সফরমিং লাইভ থ্রো নিউট্রিশান প্রকল্পের নানান অগ্রগতি তুলে ধরেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান  চৌধুরী বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকায় উদ্যোক্তা তৈরী হচ্ছে তারা মানুষকে স্বাস্থ্য সেবা পুষ্টি নানান বিষয়ে সেবা দিচ্ছেন তা প্রসংসার দাবিদার । সভায় প্রকল্পের উদ্যোক্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে