ফুলবাড়ীয়ায় অপচিকিৎসায় যুবতীর মৃত্যু

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৮:২৫ পিএম
ফুলবাড়ীয়ায় অপচিকিৎসায় যুবতীর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অপচিকিৎসায় এক যুবতীর মত্যুর অভিযোগে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করছে পুলিশ। এ সংক্রান্তে ভুক্তভোগী পরিবার অভিযুক্ত চিকিৎসক সুনীল কুমার সরকারকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

পুলিশ জানান, উপজেলার কালাদহ ইউনিয়নের হুরবাড়ি গ্রামের বাসিন্দা রমেন চন্দ্র দাসের মেয়ে রীতা রানী দাস ।

গত ১৭ই  আগস্ট রাতে বিষপান করে। পরে পরিবারের লোকজন তার চিকিৎসা নিতে পার্শ্ববর্তী আছিম বাজারের প্রত্যাশা মেডিকেল সেন্টারে নিয়ে যান। 

পল্লী চিকিৎসক সুনীল কুমার সরকারের তত্ত্বাবধানে সেখানে দুদিন পর্যন্ত চিকিৎসা চলে। এসময় রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যেতে বলেন অভিযুক্ত চিকিৎসক। পরে পথিমধ্যে ওই রোগীর মৃত্যু হয়। 

নিহতের পরিবার ও স্বজনদের দাবি সম্ভবত মেয়েটির হরমোনের সমস্যা ছিল,  তাই ছেলেদের পোষাক পড়তো, কোন প্রকার অভিমান ছাড়াই সে বিষ পান করেন।  

চিকিৎসার গাফিলতির কারণেই তাদের মেয়ের মৃত্যু হয়েছে। এঘটনার বিচার দাবি করেন নিহতের পরিবার।

আপনার জেলার সংবাদ পড়তে