শ্রীবরদীতে কৃষকের মরদেহ উদ্ধার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ১২:০৬ পিএম
শ্রীবরদীতে  কৃষকের মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের ইন্দিলপুর পশ্চিম পাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে আব্দুল খালেক (৫৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ আগষ্ট) দুপুরে তার সদ্য রোপিত ধান ক্ষেত থেকে ওই কৃষকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 জানা যায়, গত রোববার  বিকেলে আব্দুল খালেক বাড়ি থেকে বের হন। পরে  বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে পরদিন সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে তিনদিন পর বুধবার দুপুরে ইন্দিলপুর পশ্চিম পাড়ার একটি ধানক্ষেত থেকে দূর্গন্ধ ছড়ানোর ফলে পার্শ্ববর্তী ধানক্ষেতে সার দিতে আসা স্থানীয় এক কৃষক আব্দুল খালেকের মরদেহটি পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, মরদেহটি শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে