ঘোড়াঘাটে ঔষুধের দোকানে জরিমানা

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ১২:৫৩ পিএম
ঘোড়াঘাটে ঔষুধের দোকানে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে কয়েকটি ঔষুধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম। বুধবার বিকেল ৫টায় উপজেলা ডুগডুগি বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি দোকানে নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ,ফিজিশিয়ান স্যাম্পল ছাড়াও বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনা করতে দেখেন। ভ্রাম্যমান আদালত দুটি ঔষুধের দোকান মালিককে বিভিন্ন ধারায় মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষুধ জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে ড্রাগ সুপারভাইজার আমিনুল ইসলাম,ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) নাজমুল হকসহ পুলিশ সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে