দৌলতপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৭ পিএম
দৌলতপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন

 কুষ্টিয়ার দৌলতপুর মডেল মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ প্রাঙ্গনে সোমবার বিকেল চারটায় আলহাজ্ব  নুরুজ্জামান হাবলু মোল্লা কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪/২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমান্ডের পুলিশ সুপার ইন ট্রেনিং সেন্টার কুষ্টিয়ার  সৈকত শাহীন। এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুরে এসি ল্যান্ড মোঃ ফয়সাল আহাম্মেদ, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আকবর আলী,বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা আলহাজ্ব রমজান আলী, সাংবাদিক  মোঃ সাইফুল ইসলাম (শাহীন), দৌলতপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার আলী, সাবেক প্রধান শিক্ষক মোঃফরহাদ হোসেন। এ খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে। এ ফুটবল টুর্নামেন্টে পাবনা ফুটবল একাদশ বনাম খুলনা  ফুটবল একাদশ এর মধ্য খেলায়  ট্রাইবেকারে খুলনা ফুটবল একাদশ জয়লাভ করে। মাস ব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট চলবে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে