স্বেচ্ছায় করি রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রান একফোটা রক্তের বিনিময়ে জানুন আপনার পরিচয় এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে বিনামুল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ধারন কর্মসুচী পালিত হয়েছে। তারুণ্য শক্তি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ডলি মেমোরিয়াল স্কুল আ্যন্ড কলেজে এই কর্মসুচী পালন করা হয়। এসময় বিদ্যালয়টির বিভিন্ন শ্রেনীতে পড়-য়া শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ধারন করে দেওয়া হয়। সেই সাথে মানুষের জীবন বাচাতে রক্তদানে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানানো হয়। এদিকে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় করতে পেরে দারুন খুশি শিক্ষার্থীরা। এসময় সেখানে তারুণ্য শক্তির উপদেষ্টা আল মামুন প্রেসিডেন্ট শৈলি চৌধুরী,ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম মিথুনসহ অনেকে।