দুর্গাপুরে শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করনে স্কুল মনিটরিং টিম

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০২:৫৮ পিএম
দুর্গাপুরে শিক্ষার মান বৃদ্ধি ও  শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করনে স্কুল মনিটরিং টিম

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মনিটরিং টিম গঠন করেছে উপজেলা প্রশাসন। এমন মহতী উদ্দ্যোগ গ্রহণ করায় দুর্গাপুর উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী বৃন্দ।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানাগেছে, দুর্গাপুর উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করণ, শিক্ষক ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করে তাদের সমস্যা নির্ধারণ ও সুপারিশ, নির্ধারিত সময় অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালনা, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, অভিভাবক সমাবেশ, পরিচ্ছন্ন ওয়াশব্লক নিশ্চিতকরণ, শিক্ষার উৎসাহমূলক পরিবেশ সৃষ্টিতে কাজ করছে  উপজেলা প্রশাসনের মনিটরিং টিম। 

এবিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, উপজেলার ১টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে আমাদের মনিটরিং টিম প্রতিনিয়ত কাজ করছে।

মনিটরিং টিম এর পরিদর্শন ও সুপারিশের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যাগুলো দ্রুত সমাধান করা হচ্ছে। শিক্ষার মান নিশ্চিতে উপজেলা প্রশাসন দূর্গাপুর সদা সচেষ্ট।

আপনার জেলার সংবাদ পড়তে