সেনবাগে শতাধিক অবৈধ স্থাপনা উাচ্ছেদ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ২১ আগস্ট, ২০২৫, ০৫:৩৪ পিএম | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৩:০৯ পিএম
সেনবাগে শতাধিক অবৈধ স্থাপনা উাচ্ছেদ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সেনবাগ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে  সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে  ওই অভিযান পরিচালনৈা করা হয়। এসময় উপস্থিত ছিলেন,সেনবাগ সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন ফারভেজ মোশারফের নেতৃত্বে দুই প্লাটুন সেনা সদস্য, নোায়াখলী জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট কাউছার আক্তার কাউছারী, সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোঃ মুরাদ ইসলাম, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীল আল জান্নাতও সেনবাগ  থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য। এ সময় ছাতারপাইয়া পূর্ব বাজার ও পশ্চিম বাজারে এবং মধ্যবাজার ছাতারপাইয়া,সোনাইমুড়ী এবং বেগমগঞ্জ অংশে খাল পাড়ে অবৈধ ভাবে  গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করে দখল মুক্ত করে ।

আপনার জেলার সংবাদ পড়তে