৫৩ বছরে আমরা শুধু পেয়েছি গুম-খুন: চরমোনাই পীর

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০:৫২ পিএম
৫৩ বছরে আমরা শুধু পেয়েছি গুম-খুন: চরমোনাই পীর

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহা. রেজাউল করীম বলেছেন, ৫৩ বছর ধরে আমরা স্বাধীনতা পেয়েছি। এই ৫৩ বছর আমরা কি পেলাম? ৫৩ বছরে আমরা শুধু পেয়েছি গুম-খুন।সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা দেশ পরিচালনা করেছে তাদের কাছ থেকে আমরা সাম্য পাইনি ,ন্যায় বিচার পাইনি,মানবিক মর্যাদা পাইনি। তারা ক্ষমতায় বসে দেশের মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে। এই অবস্থার পরিবর্তন আমাদেরকেই করতে হবে।

চরমোনাই পীর বলেন, দুনিয়া ও আখেরাতে মুক্তির একমাত্র নীতি আদর্শ হল ইসলাম। গত ৫ আগস্টের পরে দেশে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আদর্শ পৌঁছাবার একটি ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা ৫৩ বছরে অনেক শাসন দেখেছি। একবারের জন্য হলেও তিনি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সকলকে আহবান জানান ।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার,দুর্নীতিবাজদের গ্রেফতার,অবৈধ সম্পদ বাজোয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা,সংখানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ভাঙ্গুড়া খাদ্য গুদাম চত্বরে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হাই জমিরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. আরিফ বিল্লাহ, সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি সাইফুল ইসলাম, জেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি জাকারিয়া জুলফিকার জামি,পাবনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন,চাটমোহর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুফতি মাওলানা আবু তহা,ভাঙ্গুড়া উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি নুরুজ্জামান নোমানী,সেক্রেটারি হাফেজ মাওলানা মামুনুর রশিদ হক্কানী, পাবনা জেলা যুব আন্দোলনের সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন ফরিদী, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আনাস উল্লাহ আল আমিন,উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান দুলাল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে