চার দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেয় কিশোরীদের ১৮ জন অভিভাবক, লক্ষ্য বাল্যবিবাহের ঝুঁকি কমিয়ে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন।কুড়িগ্রামের চর রাজিবপুরে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের পরিবারের আয় বৃদ্ধি ও ক্ষুদ্র ব্যবসা শুরু ও উন্নয়নের জন্য ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
আরডিআরএস বাংলাদেশ-এর বাস্তবায়নে এবং এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ‘চাইল্ড নট ব্রাইড (সিএনবি)’ প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ রাজিবপুর ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বৃহ্সপতিবার (২১আগষ্ট) ছিল প্রশিক্ষণের শেষ দিন। প্রশিক্ষণে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার (সহি) সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রান্ত সরকার।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৃহপালিত পশুদের নিরাপদ স্বাস্থ্য ও বিভিন্ন রোগ বালাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । প্রশিক্ষণের দ্বিতীয় দিন কৃষি কর্মকর্তা বিভিন্ন ফসল যেমন ধান গম ভুট্টা নারকেল গাছ এবং বিভিন্ন ফসলের রোগ বালাই এবং পরিত্রাণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন চারদিনব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা করেন সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর শহিদুল ইসলাম, হাসানুজ্জামান ও রাজিয়া সুলতানা (সিএম)। প্রশিক্ষণে অংশ নেন ১৮ জন অভিভাবক- যাদের মধ্যে ৭ জন পিতা এবং ১১জন মাতা। এই কার্যক্রমের মূল লক্ষ্য ছিল, কিশোরী পরিবারগুলোর দ্রুত আয়ের পথ তৈরি করে বাল্যবিবাহের চাপ কমানো এবং সচেতনতা বৃদ্ধি করা। আয়বর্ধনমূলক উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে কিশোরীদের ঝুঁকিমুক্ত রাখতে কাজ করছে প্রকল্পটি।