মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সততা ষ্টোর চালু করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নিীতি দমন কমিশন নারায়নগঞ্জের সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ নিয়ামুল হাসান গাজী। প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজদিখান শাখার সভাপতি শেখ আমিন,ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল হোসেন মিয়া, এস,এম,সি সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম খাঁন। শিক্ষার্থীদের মধ্যে সততা,নৈতিকতা,স্বচ্ছতা গুণাবলী বিকশিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন(দুদক) এর সহায়তায় চালুকৃত বিক্রেতা বিহীন এ ষ্টোরে শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে নির্ধারিত বাক্সে সমমূল্য পরিশোধ করেবে। প্রধান শিক্ষক বলেন, শিক্ষা জীবনে সততা শিক্ষা দেওয়া ও চর্চ্চার এ উদ্যোগ ভবিষ্যৎ জীবনে গুর্বুপূর্ণ ভূমিকা রাখবে। পরে উপ পরিচালক বয়রাগাদি উচ্চ বিদ্যালয়ে অপর একটি সততা ষ্টোর উদ্বোধন করেন।