সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা নলবুনিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভেশাল জাল, ৪ বোতল কীটনাশক সহ ১ টি নৌকা জব্দ করেছে। বৃহস্পতিবার ( ২১ আগস্ট) ভোর ৫ টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই অবৈধ জাল সহ নৌকা জব্দ করা হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যাক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।