রায়গঞ্জে সূচনার রহস্যজনক মৃত্যু

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৫:১৫ পিএম
রায়গঞ্জে সূচনার রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জে রায়গঞ্জের পাঙ্গাসী ইউপির মীরের দেউলমুড়া (ছয়আনী) গ্রামে সূচনার (৬) বছরের শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তথ্য সূত্রে জানা যায়, কুয়তে প্রবাসী সুমন সেখের মেয়ে সূচনা (ছোঁয়া মনি) মীরের দৈউলমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ছিল। গত বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে সকাল ১০ টা পর্যন্ত রাড়ি না ফিরলে খোঁজাখুজি শুরু করনে পরিবারের লোকজন। দুপুর ১২ টার দিকে পাশের পরিত্যক্ত মৃত. হাসান আলী কবিরাজের বাড়ীর পরিত্যক্ত টয়লেটে ফুফা আল আমিন হোসেন সূচনাকে উপর হয়ে পড়ে থাকতে দেখেন। প্রতিবেশী মোজাম্মল হোসেন এমনটা জানান। সুমন প্রামানিকের বোন শ্যামলী ও মা  ফিরোজা বেগম বোন জামাই আল-আমিন ও ভাগ্নে জাহিদ অত্র বাড়িতে বসবাস করত। ১২ টার দিকে লাশ কবরস্থ করার প্রস্তুুতিকালে খবর পেয়ে ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম হাজির হন। তিনি সহ কয়েকজন রায়গঞ্জ থানায় হাজির হয়ে ঘটনার বিররণ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ঘটনাস্থলে সূচনার মা আতিয়া পারভীনকে (৩২) না পেয়ে সন্ধানে পর জানতে পারে হাসপাতালে ভর্তি আছেন। আলোচিত এই ঘটনা মৃত্যু না হত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে পুলিশের প্রাথমিক ধারণা সূচনা (ছোঁয়া মনির) স্বাভাবিক মৃত্যু হয় নাই। কারণ হিসাবে জানা যায়,মৃত শিশুর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। কুয়েত প্রবাসী সুমন প্রামানিকের মেয়ে সূচনার রহস্যজনক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা জানান, এ ঘটনার হালসুরত প্রতিবেদনে হত্যা বলেই প্রাথমিক ভাবে প্রতীয়মান হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে