নিষিদ্ধ ছাত্রলীগের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক বায়োজিদ জান্নাত সিনাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে বরিশাল শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা জিয়াউল জান্নাত বাবুলের ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, বায়োজিদ জান্নাত সিনা নিষিদ্ধ ছাত্রলীগের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ছিল। গেল বছরের ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল। তার অবস্থান জানার জন্য প্রযুক্তির সাহায্যে নেওয়া হয়। বুধবার অবস্থান নিশ্চিত হয়ে বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বছরের ১৮ মার্চ তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল থেকে গ্রেফতার হওয়ার পর সিনাকে খুলনায় আনা হচ্ছে।