চার ঘন্টা পর নিখোঁজ গৃহবধুর মরদেহ উদ্ধার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৫:২৭ পিএম
চার ঘন্টা পর নিখোঁজ গৃহবধুর মরদেহ উদ্ধার

খালের পানিতে ডুবে নিখোঁজের চার ঘন্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী নামক এলাকায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে আশোকাঠী বাসস্ট্যান্ড সংলগ্গ পালরদী খালে গোসলে নেমে এক সন্তানের জননী গৃহবধু উম্মে হানিয়া বিথী (৩৫) নিখোঁজ হয়।

গৃহবধু বিথী গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা গ্রামের বাসিন্দা প্রবাসী রিপন সরদারের স্ত্রী এবং দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম সিকদারের মেয়ে।

মৃত বিথীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরো জানান, গৃহবধূ বিথী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার সকালে বিজয়পুরস্থ তার বাবার বাসা থেকে বের হয়ে পালরদী খালে গোসলে নেমে নিখোঁজ হয়।

স্টেশন অফিসার মো. বিপুল হোসেন আরো জানিয়েছেন, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে দুপুর একটার দিকে খাল থেকে গৃহবধু বিথীর মরদেহ উদ্ধার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে