বাজিতপুর পৌর শহরের বিভিন্ন জায়গায় আবর্জনার ভাগাড়

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৬:৪৫ পিএম
বাজিতপুর পৌর শহরের বিভিন্ন জায়গায় আবর্জনার ভাগাড়

বাজিতপুর পৌরসভাটি ময়মনসিংহ পৌরসভার ১ দিন আগে প্রতিষ্ঠিত হলেও এর নেই কোনো নিয়ম-নীতি। সব রাস্তা ঘাটের পাশে আবর্জনায় বর্জিত। অর্ধলক্ষাধিক পৌরবাসী এসব ভাগাড়ের দুর্গন্ধে স্বাস্থ্যহানী ঘটনার সম্ভাবনা রয়েছে। যাও পৌরসভায় ১-২টি গাড়ী আছে। তথাপি এই গাড়ীগুলো দিয়ে ময়লা আবর্জনা নিয়ে যাওয়া খুবই কঠিন কাজ হয়ে দাড়িয়েছে। পৌরসভার বর্তমানে প্রশাসক থাকলেও সেদিকে কোন নজর নেই। স্কুলগামী শিক্ষার্থীরা এসব ময়লা ভাগাড় দিয়ে প্রতিনিয়ত চলাচল করে আসছে। শিশু ও বৃদ্ধরা এসব ময়লা ও ভাগাড়ের দুর্গন্ধে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা বলেন, পৌরসভা আছে কি না? তা তাদের জানা নেই।  যদি পৌরসভা থাকতো তাহলে ময়লা ভাগাড় হতো না। পৌরসভার নির্দিষ্ট কোন জায়গা আছে কিনা তা তাদের জানা নেই। এজন্যেই পৌরসভার কর্মকর্তা কর্মচারী সব দেখেন কিন্তু কাজ করছেন কি না? এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। পৌরসভার ইঞ্জিনিয়ার নিজে একা ময়লা আবর্জনা থেকে শুরু করে সবগুলো উন্নয়ন কাজসহ আরো অন্যান্য কাজ করতে গিয়ে নিজে হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে। অন্যদিকে বাজারের ভিতরে অথবা বাহিরে যদি ডাস্টবিন ব্যবহারের জন্য উৎসাহিত করা হতো তাহলে পৌরবাসী ডাস্টবিনগুলোতে ময়লা ফেলতে পারতেন বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে