স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীতে অতর্কিত হামলার প্রতিবাদে

পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর শাখার সংবাদ সম্মেলন

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৬:৫৬ পিএম
পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর শাখার সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শান্তিপূর্ণ বর্ণাঢ্য র‌্যালীতে অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর শাখা। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেল সাড়ে ৩টায় পার্বতীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর স্বেচ্ছাসবক দলের আহবায়ক মঞ্জুরুল আজিজ পলাশ লিখিত বক্তব্য পাঠ করে বলেন, স্বেচ্ছাসেবক দলের গৌরোবজ্জল ৪৫তম প্রতিষ্ঠা উপলক্ষে গত ৮ আগষ্ট ঢাকামোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা করা হয়। সভার সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে ১০ আগষ্ট প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটি বিকেল ৪টায় একযোগে প্রস্তুতি মূললক সভা হয়। ১২ আগষ্ট বিকেল ৪টায় প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। তা উপজেলা নেতৃবৃন্দ ভার্চুয়ালী তদারকি করে। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি থেকে উপজেলা শহরে র‌্যালী, পরিস্কার পরিচ্ছন্নতা ও ডাস্টবিন স্থাপনের নির্দেশনা আসে। সেই মোতাবেক ২০ আগষ্ট বিকেল ৩টায় উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দল র‌্যালীর আয়োজন করে। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, তাই তাদের নাম উল্লেখ করা হয়। ব্যানারে তাদের নাম লেখা হয়। যথা সময়ে নেতৃবৃন্দের উপস্থিতিতে বিকেল ৪টায় বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চুড়িপট্টি থেকে অতর্কিত র‌্যালীর মধ্যে কয়েকজন ব্যক্তিসহ স্বেচ্ছাসেবক দল  কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নুরুল হুদা বাবু ঢুকে পড়েন। ধীরে ধীরে র‌্যালীর অগ্রভাগে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপজেলা সাধারন সম্পাদক অধ্যাপক জালাল আহম্মেদ, সহ-সভাপতি অহিদুল হক সরদার, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, পৌর বিএনপি ও সভাপতি নিকট চলে আসে এবং তাদেরকে ধাক্কাধাক্কি করে ব্যানার নিয়ন্ত্রনে নিয়ে অগ্রসর হতে থাকে। এতে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা বিচলিত হয়ে পড়েন এবং বিশৃঙখলা দেখা দেয়। এতে উপজেলা মহিলা দলের দুইজন নেত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন আছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।  এটি একটি পুর্ভ পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রনোদিত। যা অত্যান্ত দু:খজনক, নিন্দনীয় এবং দলীয় শৃঙখলার পরিপন্থী। আজকের এই সংবাদ সম্মেলনে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছি। 

সংবাদ সম্মেরনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুল রহমান স্বপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স, সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু ও পৌর স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব এমারত হোসেন প্রমুখ। 


আপনার জেলার সংবাদ পড়তে