কালীগঞ্জে ৩ মাদকসেবীকে জেল জরিমানা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৭:১৪ পিএম
কালীগঞ্জে ৩ মাদকসেবীকে জেল জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ আইনে তাদের এ কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম। এসময় ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কাশিমা গ্রামের  আব্দুস ছালামকে এক মাস, শ্রীরামপুর গ্রামের মোঃ চান্নু মেল্লাকে তিন মাস ও বাজেডিহি গ্রামের মোঃ খোকনকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

কালীগঞ্জ ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম জানান, বৃহস্পতিবার ঝিনাইদহ মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে