জামিন পেলেন ইমরান খান, মুক্তি নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২১ আগস্ট, ২০২৫, ০৮:৩০ পিএম | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৮:২৯ পিএম
জামিন পেলেন ইমরান খান, মুক্তি নিয়ে অনিশ্চয়তা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার আট মামলায় জামিন পেয়েছেন। তবে দুর্নীতি মামলার কারণে আপাতত মুক্তি মিলছে না তার।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট এই জামিন মঞ্জুর করে। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ায় ইমরান খান সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। সর্বোচ্চ আদালত রায়ে জানায়, যদি অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকে তবে তাকে কারাগার থেকে মুক্তি দিতে হবে।

তবে বাস্তবে মুক্তি এখনই সম্ভব হচ্ছে না। কারণ, আল-কাদির দুর্নীতি মামলায় এখনও ইমরান খানের জামিন হয়নি। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক বিবৃতিতে জানায়, “ইমরান খানকে জেল থেকে বের করতে হলে আরও একটি মামলায় জামিন পেতে হবে।”

৭২ বছর বয়সী ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর ক্ষমতায় বসেন শেহবাজ শরিফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। শুধু ইমরান নন, তার দল পিটিআইয়ের বহু নেতাকর্মীও এসব মামলার জালে জর্জরিত।

২০২৩ সালের মে মাসে স্বল্প সময়ের জন্য ইমরান খানকে গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সেনাবাহিনীকে দায়ী করে রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সহিংসতার পরই ইমরানের বিরুদ্ধে সামরিক অবকাঠামোতে হামলার মামলা হয়।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর তার আইনজীবীরা আশাবাদী হলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে, ইমরান খানের কারামুক্তি এত সহজ হবে না। কারণ, নতুন নতুন মামলার কারণে তিনি নিয়মিত আইনি জটিলতায় জড়িয়ে পড়ছেন।