চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৮:৫৭ পিএম
চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি গতকাল ২১ আগস্ট বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টায় দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দরে সুইহারীবাজারের হাইওয়ে প্লাজার সামনে ঘটেছে। নিহত সৌরভ ইসলাম (১৪) চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের তেগআলী শাহ পাড়ার রবিউল ইসলামের ছেলে এবং আহত রাকিব ইসলাম (১৬) একই এলাকার আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শিসুত্রে জানা গেছে, ওই সময়  সৌরভ ও রাকিব মোটরসাইকেল যোগে রানীরবন্দর সুইহারীবাজারের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেল চালক একটি ড্রাম ট্রাককে ওভারটেকিং করার পর, সামনে আরেকটি ট্রাক্টর দেখতে পেয়ে মোটরসাইকেলের হাইড্রোলিক ব্রেক চাপে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে ছেঁচড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে আসলে চিকিৎসক সৌরভ ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। অপর গুরুতর আহত রাকিবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে